মীর শোয়েব, জৈন্তাপুর::জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাহাড়টিলা কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় টিলা কেটে পাথর উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহারিত দুই ট্রাক আটক করে জরিমানা আদায় হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) গভীররাত ৩:৩০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে টিলার পাথর বহনকারী একটি ড্রামট্রাক ও একটি ডিআই পিকআপ গাড়ী আটক করা হয়।
পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারী ভূমি হতে অবৈধভাবে পাহাড়টিলা কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় পাথর উত্তোলনের কাজে নিয়োজিত চারজন শ্রমিককে আটকের পর জরিমানা আদায় করে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে তাদের মুক্তি দেয়া হয়। পরে পাথর বহনকারী আটক ট্রাক দুইটির মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দোষী সাব্যস্ত করে, এবং অপরাধ স্বীকার করলে উভয় মালিককে জনপ্রতি ৩০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
গাড়ীর মালিক দুইজন হলেন নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ী এলাকার মৃত সমুজ আলির ছেলে হনু মিয়া (৪২) এবং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামনিগ্রাম এলাকার আবদুল মালিকের ছেলে আমির উদ্দিন (৩০)।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন পরিবেশ ধ্বংস করে পাহাড়টিলা কেটে পাথর উত্তোলনের খবরে পুলিশ গোয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গাড়ী আটক করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করে ভবিষ্যতে না করার শর্তে গাড়ী ও শ্রমিকদের ছেড়ে দেয়া হয়। তিনি জানান উপজেলার বিভিন্ন ইউনিয়নে গোপনে পাহাড় টিলা কাটা রোধে পুলিশের অভিযানে অব্যাহত আছে।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া বলেন, জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত এলাকা পাহাড়টিলা বেষ্টিত হওয়ায় দীর্ঘদিন যাবৎ একটি অসাধু চক্র আইনের চোখ ফাঁকি দিয়ে পাথর উত্তোলন করে। তিনি ভবিষ্যতে কেউ বেআইনি ভাবে পরিবেশ ধ্বংস করে সরকারি ভূমি থেকে পাথর উত্তোলন কিংবা টিলা কেটে মাটি অপসারণ করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে নিশ্চিত করেছেন।