সিলেটপোস্ট ডেস্ক::সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার এর সমর্থনে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে নির্বাচনী গণসংযোগ, পথসভা ও তাহিরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে, মন্দিয়াতা, পন্ডুপ, তাহিরপুর বাজার ও বাদাঘাট বাজারের পথসভায় অংশগ্রহণ করেন তিনি ।
এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। আমরা হাওরাঞ্চলের মানুষ একসময় কারেন্টের স্বপ্ন দেখতাম। এখন ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা পাচ্ছে মানুষ। রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, গৃহহীনদের গৃহ, বিভিন্ন ভাতাসহ সবখানে উন্নয়নে উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। এ অবহেলিত জনপদকে আরও এগিয়ে নিতে আমি একজন কর্মী হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমাকে আপনারা বিজয়ী করবেন।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জু, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল কালাম,বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি, সাধারাণ সম্পাদক পারভেজ আহমেদ, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া,বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া , তাহিরপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক প্রমুখ।