সিলেটপোস্ট ডেস্ক::২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র নেতা ও সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ শাহাজান খান কে প্রাণনাশের হুমকি দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ছয়েফ খান ও সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন আওয়ামীলীগ নেতা শাহাজান খান। পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডেও জড়িত রয়েছেন। কিন্তু একটি সন্ত্রাসী বাহিনী তাকে দমানোর জন্য নানাভাবে অপচেষ্টা করে যাচ্ছে। এমনকি তারা মোবাইল ফোনের মাধ্যমে প্রাণ নাশের হুমকির দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তদন্তের মাধ্যমে প্রকৃত হুমকি দাতাকে চিহ্নিত করে উপর্যুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি জোর দাবী জানাচ্ছি।
এদিকে মোবাইল ফোনের মাধ্যমে হুমকিদাতার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যার নং ১৩৫৭, তাং- ২৬/১২/২০২৩ইং।