সিলেটপোস্ট ডেস্ক::২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেটের উপশহরস্থ জেলা কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থা সিলেট এর চেয়ারম্যান হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেট এর সদস্য মাদুরী গুন, জহুরা আক্তার, ট্রেড প্রশিক্ষক সুফিয়া বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রাম ও বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল হিসেবে স্বীকৃত।
এদিকে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় মহিলা সংস্থা সিলেট এর উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।