সিলেটপোস্ট ডেস্ক::মরহুম মো: আপ্তাব মিয়া আসহাবে সুফ্ফাহ মাদরাসা ও এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে শাহপরান থানার সোনারপুর এলাকায় মো: শায়েস্তা ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও অর্থায়নে নসিহত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম আপ্তাব মিয়া আসহাবে সুফ্ফাহ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো: শায়েস্তা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমেদ।
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শায়খ নাজমুদ্দিন কাসেমী, গাজী বুরহান উদ্দির রহ: মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ নাসির উদ্দিন, মুক্তির চক মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়ক মুহিব্বুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম আপ্তাব মিয়া আসহাবে সুফ্ফাহ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সহ সভাপতি মো: জামাল আহমদ, মো: হুমায়ুন কবির, বেলাল আহমদ, সেক্রেটারী/পরিচালক মাওলানা ক্বারী ইমরান আহমদ, সহ সেক্রেটারি মো: কামিম, অর্থ সম্পাদক মো: দুলাল আহমদ, সহ অর্থ সম্পাদক রকিব আহমদ, সদস্য মো: শাহিনুর রহমান, বদরুল আলম, তারা মিয়া, রহমান মিয়া, গিয়াস মিয়া প্রমুখ।