
এ উপলক্ষে রোববার বাদ আসর সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় মরহুমার কনিষ্ঠ পুত্র সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক আমার দেশ- এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমেদের বাসায় এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, পাড়া প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা অংশ নেন।
এসময় মরহুমা ও পরিবারের সকল মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান।
মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী মো: মতিউর রহমান, জাভেদ আহমদ চৌধুরী, দৈনিক ইত্তেফাক সিলেটের ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ তাজউদ্দিন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনসী ইকবাল, আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহইয়া মারুফ, সাংবাদিক রোটা: শাহজাহান সেলিম বুলবুল, জুনেদ আহমেদ চৌধুরী , ইফতেখার হোসেন চৌধুরী নাবিল, ক্বারী ঈসা তালুকদার, ফটো সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ।
পঠিত : 5