সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে ইসলামী যিন্দেগী সংগঠনের ২য় বার্ষিক ‘ইসলামী জলসা ও সংবর্ধনা অনুষ্ঠান’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব দক্ষিণ সুরমার গোয়ালগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে থেকে মধ্যরাত পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে যৌথ সভাপতিত্ব করেন ইসলামী যিন্দেগী সংগঠনের উপদেষ্টা মুফতি আতাউর রহমান ও সভাপতি মুফতি শফিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন মাওলানা মিম সুফিয়ান।
জলসায় বিশেষভাবে ইসলামী জীবন ও সমাজ সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন দেশের বিশিষ্ট আলেমগণ। ওয়াজ পেশ করেন, ইসলামী জলসায় ওয়াজ পেশ করেন শায়খ মুফতি হারুন ইজহার চট্টগ্রাম, মুফতি আবুল হাসান জকিগঞ্জ, মুফতি আনিসুর রহমান আলরাফী কুমিল্লা, মুফতি শরীফ উদ্দিন ক্বাসেমী বড়লেখা, মুফতি ইয়ুসুফ বিন ইকবাল বি-বাড়িয়া, মুফতি এমদাদ উল্লাহ মুজাহিদ বিশ্বনাথী। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন এবং নাশিদ পরিবেশন করেন শেখ এনাম। মাহফিলে পৃষ্ঠপোষকতা করেন সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডল্যান্ড ইউ.কে.’র সভাপতি জমিরুল ইসলাম সিরাজ।
উপস্থিত বক্তারা ইসলামী জীবন বিধানের গুরুত্ব ও আধুনিক সমাজে এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইসলামী যিন্দেগী সংগঠনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, ইসলামী জীবন দর্শন আমাদের নৈতিক অবক্ষয় রোধে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের প্রত্যেকের উচিত ইসলামের শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করা। ইসলামী যিন্দেগী সংগঠন সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আমরা চাই সবার মধ্যে ইসলামী শিক্ষা ছড়িয়ে দিতে। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে পরিবারের ভিত্তি মজবুত করতে হবে এবং তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক জ্ঞান দিতে হবে।-