১৭ নভেম্বর হাসিনার রায়ে জুলাই অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা পূর্ণ হোক-এমদাদ হোসেন চৌধুরী
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গত দেড় দশক এদেশের মানুষের সকল মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে ফ্যসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। তারা এদেশের অর্থনীতিকে পঙ্গু করে বিদেশে টাকা পাচার করেছে, জনগণের কণ্ঠরোধ করে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। জুলাইয়ে বৈষম্যহীন রাষ্ট্রের জন্য ছাত্র-জনতা মিলে আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে গণহত্যা চালিয়েছিলো খুনি হাসিনা। সেই গণহত্যার বিচারের রায় আমরা আজও পাইনি। রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। কিন্তু সেই রায় ঘোষণাকে বানচাল করার জন্য খুনি হাসিনার দোসররা মাঠে নেমে গেছে। তারা দেশব্যাপী লকডাউন ঘোষণা করে নাশকতা ও নৈরাজ্য চালিয়েছে। অবিলম্বের নৈরাজ্যকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা চাই, আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুনিদের বিচার করা হোক। ১৭ নভেম্বর হাসিনার রায়ে জুলাই অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা পূর্ণ হোক, আমরা তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতা, ঘোষিত লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, যুব বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফসর খান, ছাত্রবিষয়ক সম্পাদক সুদীপ জ্যোতি এষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মিজান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ লাকি, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সাব্বির আহমদ, সহ-অর্থ সম্পাদক আমলগীর হোসেন, বিমানবন্দর থানার আহবায়ক আব্দুল কাদির সমছু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর বিএনপির সদস্য রাজন মিয়া, ৩১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি তাহির আলী ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন লস্কর, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আনিক সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।




