সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

মাদ্রিদ ছাড়ার হুমকি রোনালদোর!

87সিলেট পোষ্ট রিপোর্ট :  মৌসুমের সবথেকে বেশি গোল আর সাত হ্যাট্রিকে সাজানো ক্রিস্টিয়ানো রোনালদোর কপালে নেই লা লিগা খেতাব সহ এই মৌসুমের একটি লিগ শিরোপাও।

স্প্যানিশ লিগে বারবার দলকে টেনেটুনে এগিয়ে নিয়ে গেলেও মৌসুম শেষে দলের কপালে জোটে হতাশা। পরের মৌসুমও যেন একই অবস্থা না হয় সেই কারনে কয়েকটি শর্ত জুড়ে বসলেন এই পর্তুগিজ তারকা। নিজের সবটুকু উজাড় করে দিলেও বাকিরা কেন সেরা পারফরম্যান্স দিতে পারছে না সেই ব্যাপারে প্রশ্ন তোলেন এই রিয়াল তারকা।

তাঁর শর্তগুলোর মধ্যে রিয়ালকে তাঁর উপর বাড়তি নির্ভরতা কমিয়ে বাকিদের সমান ভাবে অবদান রাখতে হবে। এই মৌসুমে তিনি করছেন ৪৫ গোল অথচ বাকি ফরোয়ার্ডরা ২০-র উপরেও পৌঁছতে পারছেন না। সে জন্য দলে গোল করার লোক বাড়ানোর কথা বলেন তিনি।

বার বার কোচ পাল্টানো বাদ দিয়ে কার্লোস আন্সেলোত্তির উপর বিশ্বাস রেখে সামনের মৌসুম এগোনোর অনুরধ করেন তিনি। তাঁর মতে বার বার কোচ বদলালে নতুন কোচের সাথে মানিয়ে নিতে সময় সাপেক্ষ আর এই জন্য দলেরই ক্ষতি। দলের কয়েকটা দুর্বল জায়গা মেরামত করতে এখন থেকেই দলবদলের বাজারে ভাল ফুটবলারদের দলের সাথে চুক্তিবদ্ধ করানোর দিকে নজর দিতে বলেন তিনি।

এই শর্তগুলো মেনে না নিলে তাঁর এজেন্টের কাছে পিএসজি থেকে আসা প্রস্তাব মেনে নিতে দ্বিধা করবেন না তিনি বলে জানা গেছে। সঙ্গে আবার তাঁর প্রিয় পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও তাঁর সঙ্গে আগাম কথাবার্তা সেরে রেখেছে, যদি তিনি মনে করেন এই ইংলিশ ক্লাবের দরজা এখনও খোলা তাঁর জন্য, তাহলে তো কথায় নেই।

মৌসুমের শুরুতে ধারাবাহিক জিতলেও পরের দিকে সেই ফর্ম ধরে রাখতে পারেনি রিয়াল। খেলোয়াড়দের সাথে খারাপ সম্পর্ক আর একের পর এক দলের খেলোয়াড়দের পারফরমেন্সের অবনতিতে প্রায় প্রতিটা বড় ট্রফিই হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ।

তাছাড়া রোনালদোর সাথে ভালো সম্পর্ক না থাকায় গ্যারেথ বেলকে বিক্রির চিন্তা ভাবনা করছে রিয়াল। রোনালদোর পছন্দের কোচ কার্লোস আন্সেলোত্তির হলেও নতুন কোচ করার জন্য নাপোলির রাফায়েল বেনিতেজকে কোচ করার কথাবার্তা প্রায় শেষ করে রেখেছে রিয়াল মাদ্রিদ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.