নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর ধোপাদিঘীর উত্তরপাড়ে একটি ফ্যাশন হাউসে অগ্নিকান্ডের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে অনুরাগ হোটেলের সামনে ‘প্লাস পয়েন্ট’ নামের পোশাক বিপনীতে আগুন লাগে।দোকানটি তিনতলা বিশিষ্ট ভবনের নিচতলায় অবস্থিত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
সিলেট সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া জানান- বৃহস্পতিবার রাত ৮টা ৫৫ মিনিটের সময় খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির পরিমাণ সম্বন্ধে তাৎক্ষণিক কিছু জানানো হয়নি। এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্লাস পয়েন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।