নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান। এসময়, সন্ত্রাসবাদ মোকাবেলা, নারীর ক্ষমতায়নসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন মার্কিন সচিব।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান শারম্যান। সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা এই মার্কিন সচিব খুব অল্প সময়ের মধ্যে দেশের সন্ত্রাসবাদ মোকাবেলা, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশের এই উন্নতি উন্নয়নশীল অন্যান্য দেশের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে।
সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, সন্ত্রাসীদের কোনো ভৌগোলিক সীমারখো নেই, তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।