সংবাদ শিরোনাম
৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «   সিলেট মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  » «   ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে-কয়েস লোদী  » «   ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী  » «   ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন  » «   শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর-জেলা প্রশাসক  » «   পদত্যাগ করার পর যে সব কথা বললেন নাহিদ  » «   জগন্নাথপুরে ভূমিখেকো আ. লীগের সাথে ছাত্রদল নেতা মিলিত হয়ে কৃষক পরিবারকে মারধর ও হয়রানি  » «   ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি  » «   বড়লেখায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মোবাইল ফোন ও টাকা ছিনতাই  » «   প্রত্যাশাকে হতাশায় পরিণত করা যাবে না-মোয়াজ্জেম হোসেন আলাল  » «  

মাহী সাংবাদিক, শুভর দাঁড়ি গোফ!

imagesবিনোদন ডেস্ক : আজ শুক্রবার, ১ মে, সারা দেশে ৮৩টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সাফি উদ্দিন সাফি পরিচালিত, আরিফিন শুভ ও মাহিয়া মাহী অভিনীত ছবি ‘ওয়ার্নিং’। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহী। আর এই ছবিতেই প্রথম আরিফিন শুভকে সাত-আট ধরনের চেহারায় দেখা যাবে।

চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘আমি প্রতিটি ছবিতে কাজ করার সময় গল্পের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। এই ছবিতে আমাকে দর্শক অনেক চরিত্রে দেখতে পাবে। আর প্রতিটি লোকের জন্য আমি আলাদাভাবে সময় দিয়েছি। মাসের পর মাস অনুশীলন করেছি। এমন কি আমার বাসায় জিম বানিয়ে টানা দুই মাস ব্যায়াম করেছি। আসলে গল্পের সঙ্গে নিজেকে তৈরি করে নিলেই একমাত্র সঠিক ভাবে নিজেকে উপস্থাপন করা সম্ভব।’

কোন ধরনের চরিত্রে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, ‘এক সময় আমি দেখেছি যে নায়ক মানেই ক্লিন শেভ করে নায়িকাদের মতো লিপস্টিক লাগিয়ে টানা টানা চোখ নিয়ে পর্দায় আসতে হবে। আমি দাঁড়ি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, এখন দেখি অনেক নায়কই দাঁড়ি নিয়ে অভিনয় করছে। আবার যখন গোফ রাখা শুরু করলাম, তখন দেখি কেউ কেউ গোফ নিয়ে অভিনয় করছে । চলচ্চিত্রে এই পরিবর্তনগুলো দরকার। তবে এই ছবিতে দর্শক অনেক আলাদা চরিত্রে আমাকে দেখতে পাবেন।’

ছবিটি সম্পর্কে চিত্রনায়িকা মাহী বলেন, ‘এই ছবিতে আমি একজন সাংবাদিক হিসেবে দর্শকদের সামনে উপস্থিত হব। এই ছবিতে আমার অনেক রিস্কি শট আছে, যে শটগুলো দিতে গিয়ে আমি কয়েকবার অহত হয়েছি। ছবির গল্পটা অনেক ভালো। দর্শকদের ভালো লাগবে।’

নায়ক শুভর সাথে কাজ করে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘অভিনয় নিয়ে শুভ অনেক সিরিয়াস, এর আগে এত সিরিয়াস আমি কাউকে দেখিনি। প্রতিটি শট দেওয়ার আগে অনেকবার সে অনুশীলন করে নিত। শট দেওয়ার পরে আবার মনিটর দেখত ঠিক আছে কি না। পরিচালক বলছে শট ঠিক আছে, শুভ বলছে একবার দেখে নেই, আমি এই শটটা একভাবে ভেবে রেখেছিলাম, একবার দেখি। তার শট পছন্দ না হলে আবার শট দিত। তবে শুভ এই ছবিতে এত ভালো করেছে যে দর্শক হলে এসে ছবিটা দেখলেই বুঝতে পারবে।’

হলে এসে দর্শকদের সাথে ছবি দেখবেন কি না এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, “গত কয়েকটি ছবি যে পরিমাণ ব্যবসা করবে আশা করেছিলাম, সে ধরনের ব্যবসা করতে পারেনি। আমি একটু ভয়ে আছি এই ছবি কেমন হয়! দেশের যে অবস্থা তাতে দর্শক যে হলে এসে ছবি দেখে এটাই বেশি। তবু আশা করব দর্শক হলে এসে ছবিটি দেখবে। আমি আগামীকাল ভারতে যাচ্ছি, ‘অগ্নি-২’ ছবির কিছু শুটিং করতে। ফিরব আগামী ৫ মে।”

সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ ছবিতে আরিফিন শুভ ও মাহিয়া মাহী ছাড়াও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, জাদু আজাদ, শিবা সানু প্রমুখ। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটি প্রযোজনা করেছে ম্যাপল ফিল্মস।

এই চলচ্চিত্রে গান থাকছে ছয়টি। কবির বকুলের লেখা এবং শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, শাফিন আহমেদ, কনা, ন্যান্সি, রুমা, রূপম, দিনাত জাহান মুন্নী ও তৌসিফ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.