প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেড এম নুরুল হক বলেছেন, শিক্ষকরা সুন্দর সমাজ বির্নিমাণের প্রধান কারিগর। তাদের মাধ্যমে জাতি নতুন করে বেচেঁ থাকার প্রেরনা দেখে। জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে শিক্ষার আলোর বিতরনে অধিক পরিমাণে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান শুধু নিজের জীবনকে নয় শির্ক্ষাথীদের জীবনে নতুন গতির সঞ্চার করে।
শনিবার দুপুরে নগরীর উপশহরস্থ ক্যাপ্টেন একাডেমীর হলরুমে ইএইচডিএস’র উদ্যোগে আমেরিকান এ্যাম্বেসি ঢাকা এর সহযোগিতায় স্টুডেন্ট সের্ন্টাড লার্নিং বিষয়ক দুদিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইএইচডিএস’র চেয়ারর্পাসন, ক্যাপ্টেন একাডেমীর প্রিন্সিপাল মোছাম্মত বদরুন নেছার সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল রুমেনা আফরোজা রতœার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী বাড়ী ইন্টারনেশনাল স্কুলের প্রিন্সিপাল কর্নেল (অব) নজরুল ইসলাম, আল মদিনা ইসলামিক ইন্সস্টিটিউট এর পরিচালক মোহাম্মদ শামীম উদ্দিন, দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি এস এ শফি। কর্মশালায় নগরীর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন ক্রিস্টিনা টরেস, ম্যাগী ইস্পিনো, ক্যালসী ইভান ও নাতাশা আবদুল্লাহ।