প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের এপেক্স ক্লাবগুলো দেশের আর্তসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র বিমোচনে এপেক্স ক্লাবের ভুমিকা অপরিসীম। তাই সেবার মানষিকতা নিয়ে সবাইকে এপেক্স ক্লাবের সাথে কাজ করে যাওয়া উচিত।
শুক্রবার এপেক্স ক্লাব অব রোজ গার্ডেনের ৭ম পালাবদল অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এপেক্সিয়ান ফয়ছল আহমদ আলীর সভাপেিত্ব অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্সিয়ান আবদুল খালিক, এপেক্সিয়ান রমিজ উদ্দিন, এপেক্সিয়ান চন্দন দাস। উপস্থিত ছিলেন এপেক্সিয়ান মুফতি আবদুর রহমান, এপেক্সিয়ান জিডি রুমু, এপেক্সিয়ান এমএ কাইয়ুম চৌধুরী, এপেক্সিয়ান কামরুল ইসলাম, এপেক্সিয়ান সুমন হোসেন, এপেক্সিয়ান লায়েক আহমদ, এপেক্সিয়ান রুহেল, এপেক্সিয়ান আবু হানিফ তুহিন, এপেক্সিয়ান মুনির হোসেন, এপেক্সিয়ান রনি, এপেক্সিয়ান নজরুল ইসলাম, এপেক্সিয়ান শাবুল ইসলাম, এপেক্সিয়ান বদরুল প্রমুখ। শপথ পাঠ করান এপেক্সিয়ান আহমদ জাকারিয়া।