সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

ঢাকা টেস্ট : জয়ের জন্য ৯ উইকেটে চাই ৪৮৭

13সিলেটপোস্ট রিপোর্ট : পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট বাঁচাতে লড়ছে বাংলাদেশ। ম্যাচ বাঁচাতে দ্বিতীয় ও টেস্টের শেষ দুটি দিন কাটিয়ে দিতে হবে বাংলাদেশকে। শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৩ রান। জয়ের জন্য এখনো ৪৮৭ রান চাই স্বাগতিকদের। তামিম ইকবাল ৩২ ও মুমিনুল হক ১৫ রানে ব্যাট করছেন।

৬ উইকেটে ১৯৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৫০ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইমরুল কায়েসের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তামিম। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইমরুল লেগস্পিনার ইয়াসির শাহর বলে বোল্ড হলে ভাঙে ১১.১ ওভার স্থায়ী জুটি।

দুই সেশনেরও কম সময়ে ২০৩ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশকে ফলোঅন করায়নি ৮ উইকেটে ৫৫৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান।

শুরুতেই আঘাত হানেন মোহাম্মদ শহীদ। প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে দেন তিনি। পরে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান সামি আসলামকেও বিদায় করেন দারুণ বল করা শহীদ।

প্রথম ইনিংসে দ্বিশতক করা আজহার আলিকে ফিরিয়ে নিজের প্রথম টেস্ট উইকেট নেন সৌম্য সরকার। ৪৯ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো পাকিস্তান শতরান পার হয় ইউনুস খান ও মিসবাহ-উল-হকের দৃঢ়তায়।

তাইজুল ইসলাম ফিরতি ক্যাচ নিয়ে ইউনুসকে বিদায় করার পর আসাদ শফিককে বোল্ড করেন শুভাগত হোম চৌধুরী। তবে দলকে এগিয়ে নিতে থাকেন মিসবাহ। তাইজুল ইসলামের এক ওভারে ২১ রান নেন পাকিস্তানের অধিনায়ক।

মাহমুদউল্লাহর বলে সীমানায় বদলি ফিল্ডার আবুল হাসানের ক্যাচে পরিণত হওয়ার আগে ৮২ রান করেন মিসবাহ। তার ৭২ বলের অধিনায়কোচিত ইনিংসটি গড়া ৯টি চার ও ৩টি ছক্কায়।

এর আগে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১০৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরু থেকেই বাউন্সার দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখেন ওয়াহাব রিয়াজ।

ভালো বোলিংয়ের পুরস্কার ওয়াহাব পেয়ে যেতে পারতেন প্রথম ওভারেই। ক্যাচ দিয়েও সেবার কোনোমতে বেঁচে যান সাকিব আল হাসান। তবে ওয়াহাবকে ঠেকাতে পারেননি সৌম্য ও শুভাগত।

সৌম্য শর্ট কাভারে আজহারকে ও শুভাগত গালিতে শফিককে ক্যাচ দিয়ে ফিরে যান। ওয়াহাবের হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া তাইজুলকে নিয়ে প্রতিরোধ গড়েন সাকিব।

সৌম্য-শুভাগতর বিদায়ের পর সব বলেই মেরে খেলার চেষ্টা করেন সাকিব। নয় নম্বর ব্যাটসম্যান তাইজুলকে শুরুতে স্ট্রাইক দিতে চাননি তিনি। ব্যবধান কমানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া সাকিব বোল্ড হয়ে যান ওয়াহাবের বলে। তবে ‘নো’ বলের কল্যাণে বেঁচে যান তিনি।

ওয়াহাবকে আক্রমণ থেকে সরিয়ে নেওয়ার পর সাকিব স্ট্রাইক দেন তাইজুলকে। ফলোঅন এড়ানোর চেষ্টা বা বড় জুটি গড়ার চেষ্টা না করে মেরে খেলে আউট হয়ে যান তিনি।

হাঁটুর চোটের কারণে ঢাকা টেস্ট শেষ হয়ে যাওয়ায় ব্যাটিং করেননি শাহাদাত। তাই শহীদ ছিলেন স্বাগতিকদের শেষ ব্যাটসম্যান। তিনি ক্রিজে আসার পর চার-ছক্কা হাঁকিয়ে দ্রুত রান সংগ্রহ করতে থাকেন সাকিব।

শহীদের সঙ্গে সাকিবের ৬৩ রানের জুটিতে দুইশ’ পার হয় বাংলাদেশের সংগ্রহ। ডিপ মিডউইকেট, ডিপ স্কয়ার লেগ ও ডিপ ফাইন লেগে ফিল্ডার রেখেও সাকিবকে ঠেকাতে পারেনি অতিথিরা। ওয়াহাবের বলে ঠিকই একের পর এক চার আদায় করে নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

ইয়াসির শাহর দুটি ওভার কাটিয়ে দিলেও তৃতীয় ওভারটিতে আর পারেননি শহীদ। সিলি পয়েন্টে তিনি ক্যাচ দিলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। সে সময় ৮৯ রানে অপরাজিত ছিলেন সাকিব। ৯১ বলে খেলা তার দুর্দান্ত ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

পাকিস্তান: ৫৫৭/৮ ডিক্লে. (হাফিজ ৮, সামি ১৯, আজহার ২২৬, ইউনুস ১৪৮, মিসবাহ ৯, শফিক ১০৭, সরফরাজ ২১*, ওয়াহাব ৪, ইয়াসির ০; তাইজুল ৩/১৭৯, শহীদ ২/৭২, শুভাগত ২/৭৬, সাকিব ১/১৩৬) ও ১৯৫/৬ ডিক্লে. (হাফিজ ০, সামি ৮, আজহার ২৫, ইউনুস ৩৯, মিসবাহ ৮২, শফিক ১৫, সরফরাজ ১৮*; শহীদ ২/২৩, মাহমুদউল্লাহ ১/৮, শুভাগত ১/১৮, সৌম্য ১/৪৫, তাইজুল ১/৫৬)

 

বাংলাদেশ: ২০৩ (তামিম ৪, ইমরুল ৩২, মুমিনুল ১৩, মাহমুদউল্লাহ ২৮, সাকিব ৮৯*, মুশফিক ১২, সৌম্য ৩, শুভাগত ০, তাইজুল ১৫; ইয়াসিন ৩/৫৮, ওয়াহাব ৩/৭৩, জুনায়েদ ২/২৬, হাফিজ ১/১৩) ও ৬৩/১ (তামিম ৩২, ইমরুল ১৬, মুমিনুল ১৫; ইয়াসির ১/৭)

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.