স্পোর্টস ডেস্ক॥ ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ৩৫৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কেভিন পিটারসেন। সোমবারের ট্রিপল সেঞ্চুরি করলেও অ্যান্ড্রু স্ট্রাউসের মন গলাতে পারলেন না তিনি। ইংল্যান্ডের নতুন ক্রিকেট পরিচালক সরাসরি না বলে দিলেন পিটারসেনকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কোলিন গ্র্যাভস জানিয়েছিলেন, কাউন্টি লিগে রানে ফিরলে জাতীয় দলের জন্য বিবেচিত হতে পারেন পিটারসেন। তাই চলতি মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসরে (আইপিএল) খেলার কথা থাকলেও জাতীয় দলের হয়ে ফেরার জন্য ইংলিশ কাউন্টি লিগে খেলতে নামেন পিটারসেন। সোমবার ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের কাজটাও করে রেখেছিলেন তিনি। কিন্তু কাজ হলো না তাতেও।
কিছুদিন অাগে কোচ হিসেবে মুরেসকে ছাঁটাই করার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে ক্রিকেট অব ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়ে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনাও নিয়েছেন স্ট্রাউস।
মঙ্গলবার ক্রিকেট পরিচালক হিসেবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্ট্রাউস বলেন, ‘আসন্ন অ্যাসেজ সিরিজে জায়গা হবে না পিটারসেনের। দলে পিটারসেন নিষিদ্ধ নয়, তবে ভবিষ্যতে জাতীয় দলে তাকে দেখা যাবে কিনা- এ ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারছি না।’
সংবাদ সম্মেলনে স্ট্রাউস আরও বলেন, ‘আমার সঙ্গে কেপির ভালো সম্পর্ক রয়েছে। তবে এ মুহূর্তে তার দলে ফেরার কোনও সম্ভাবনা দেখছি না। কোনও সন্দেহ নেই সে একজন দারুণ ক্রিকেটার। ক্রিকেটে তার বহু রেকর্ড রয়েছে।’
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড কেভিন পিটারসেনের। এখন পর্যন্ত ১০৪ টেস্ট ও ১৩৬টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ৪৭.২৮ গড়ে ২৩টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরিসহ তার রান ৮১৮১,
৪০.৭৩ গড়ে নয়টি সেঞ্চুরি ও ২৫টি হাফ সেঞ্চুরিতে ৪৪৪০ রান করেন তিনি।