সিলেটপোস্ট ডেস্ক: ম্যাজিক রিং এর বিস্ময়কর প্রতিভাসৈয়দ শাহ সেলিম আহমেদ- লন্ডন থেকে: মাত্র ১১ বছর বয়সের ব্রিটিশ বাংলাদেশি এক স্কুল পড়ুয়া ছাত্র-যে ব্রিটেনের বুকে ম্যাজিক রিং লিখে তাক লাগিয়ে দিয়েছে।উপযুক্ত পরিবেশ, শিক্ষা, পারিবারিক উৎসাহ-উদ্দীপনা আর স্কুলের শিক্ষকের প্রতিভা খোঁজার উদগ্র বাসনা থাকলে কিনা সম্ভব- বাংলাদেশি বংশোদ্ভূত শেখ শাহাদাত করিম তার উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রিটেনের পোর্টস মাউথের বোকল্যান্ডের ফ্লাইং বুল প্রাইমারি স্কুলের ছাত্র শাহাদাত করিম। ভালোবাসে লেখালেখি, গল্প, কবিতা পড়া। ক্লাসের পড়া লেখার পাশাপাশি বছর খানেকের মতো সময় সে গল্প, কবিতা লেখার প্রাকটিস করেছে।তার এই লেখালেখির উৎসাহ আর শিক্ষকদের অনুপ্রেরণায় সে রীতিমতো পুরো এক খানা গল্পই লিখে ফেলেছে। তা দেখে তার বাবা বাংলাদেশে যাওয়ার সময় সাথে করে নিয়ে যান এবং দেশ থেকে ২,০০০ কপি প্রিন্টও করে নিয়ে আসেন।
আনার পর সেই গল্পের বই এর ৫০ কপি ইতোমধ্যে বিক্রিও হয়ে যায়। আর সেই বই এর নাম ম্যাজিক রিং- যা ব্রিটেনের বই পড়ুয়া মহলে এখন ব্যাপক আলোড়ন তুলেছে। ম্যাজিক রিং এর সাফল্য দেখে স্কুলের গন্ডি ছাড়িয়ে শেখ শাহাদত করিমের এই বিস্ময়কর প্রতিভাকে স্বাগত জানাতে এগিয়ে আসেন তারই শহরের স্থানীয় নিউজ এজেন্সি- নিউজ পোর্টস মাউথ। তারা তাকে নিয়ে করে কভার স্টোরি। সেই কভার স্টোরি নজর কাড়ে পোর্টস মাউথের লর্ড মেয়রের। তিনি যোগাযোগ করেন স্কুলের সাথে। সেখান থেকে পিতা মাতার সাথে যোগাযোগ করে পোর্টস মাউথের মেয়র অফিসে সপরিবারে করিমকে নিয়ে আসেন। করেন সম্মানিত, পরিয়ে দেন নিজ হাতে ক্রেস্ট আর এই বিস্ময়কর প্রতিভাকে কাউন্সিল ও মেয়রাল অফিসের ঐতিহাসিক নিদর্শন সহ প্রত্নতাত্বিক সকল বিষয়ে করেন অবহিত।অল্প বয়সে ছেলের এই অভাবিত সম্মান আর সাফল্যে পিতা মাতা অভিভূত, মুগ্ধ।
শাহাদত করিম থেমে নেই। বর্তমানে সে নতুন আরো একটি বই লেখায় ব্যস্ত। সে সেই বইয়ের ১৫০০০ শব্দ ইতোমধ্যে লিখে ফেলেছে। তার ইচ্ছা ব্রিটেনের মূলধারার একজন প্রতিভাবান নামী লেখক হওয়ার।
শাহাদতের সিক্সথ ফর্ম টিচার মি. বোলস্ট্রিজ তাকে অনুপ্রেরণা দিয়ে চলেছেন। তিনিও ছাত্রটির প্রতিভাকে এক বিস্ময় হিসেবে উল্লেখ করলেন।
শাহাদত করিম এর ছোট এক বোন রয়েছে, সেও স্কুলে পড়ে। শাহাদত করিম এর নিজস্ব একটি ওয়েব সাইট রয়েছে- http://sheikhshahadathkarim.com/