সংবাদ শিরোনাম
সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «   ফটো সাংবাদিক আজমলের মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক  » «   কুলাউড়ায় সাবেক সচিবের বাগান বাড়ি থেকে লাশ উদ্ধার  » «   জনগনের সরকার প্রতিষ্টা হওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে : জিকে গাউছ  » «   সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ  » «   কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কালা মিয়া গ্রেফতার  » «   সিলেটে পিপি ফয়েজের কক্ষে তালা পিপি মুজিব লাঞ্চিত    » «   বাংলাদেশের নতুন পথচলায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন : এসএমপি কমিশনার রেজাউল করিম  » «   পশ্চিম ধরাধরপুর মসজিদকে এক ব্যক্তির কবল থেকে মুক্ত করার দাবি-ধরাধরপুর এলাকাবাসী  » «   ড. ইউনুসকে সময় দিতে চান তারেক রহমান-সিলেটে এম এ মালিক  » «   নিয়োগ প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এড. ফয়েজকে প্রত্যাখ্যান করে সিলেট আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ  » «  

অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে-শাবিতে বিক্ষোভ মিছিল

2শাবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজকর্ম বিভাগের প্রাক্তন ছাত্র ব্লগার, মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে |আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশর আয়োজন করে সম্মিলিত সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ক্রীড়া জোট। এতে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতেঅনন্ত বিজয় দাস হত্যার বিচার চাই’ ‘শুধু সমস্যার প্রতিবাদ নয় সমাধানও চাই, ‘মুক্তমনা যুক্তিবাদী লেখকদের নিরাপত্তা চাইইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন বলেন, যারা এসব ঘটনায় নিশ্চুপ থাকে তারা শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সংস্কৃতি কর্মী, বুদ্ধিজীবি যাই হোক না কেন, তারাও আসলে প্রতিক্রিয়াশীল। তারা কোনভাবেই নিজেদের বুদ্ধিজীবি দাবি করতে পারে না। তারা পরাজীবি এবং তারাই এসব ঘটনার প্রশ্রয়দাতা। সম্মিলিত সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ক্রীড়া জোটের আহ্বায়ক গিয়াস বাবু বলেন, অমানুষদের পক্ষেই  কলমের পরিবর্তে অস্ত্র হাতে নেয়া সম্ভব। আজ মৌলবাদীরা কলমের পরিবর্তে অস্ত্র হাতে নিয়ে একের পর এক মুক্তমনা যুক্তিবাদী লেখকদের নির্মমভাবে হত্যা করছে।কিন্তু হত্যার ভয়ে ব্লগারেরা লেখা থেকে বিরত থাকবে তা আশা করা নিতান্ত বৃথা।এসময় উপস্থিত বক্তারা অবিলম্বে অনন্ত বিজয় দাসের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার সর্বোচ্চ শাস্তির দাবি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য গত মঙ্গলবার( ১২মে) সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় মুক্তমনা লেখক যুক্তি পত্রিকার সম্পাদক অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.