সংবাদ শিরোনাম
শাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু  » «   সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা  » «   কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত  » «   এরাবরাক নদীর উপর সেতু উদ্ধোধন-হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েক লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হলো  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «   সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী   » «   পর পুরুষের সাথে স্ত্রীর যুক্তরাজ্য যাওয়ার খবরে পর্তুগালে স্বামীর আত্মহত্যা  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ২জন নিহত, আহত ৩  » «   জৈন্তাপুর মডেল থানা কর্তৃক ১৪৮ পিস ইয়াবা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার”  » «  

‘হিটলিস্টের’ ৮৪ জনের ঠিকানা পাচ্ছে না পুলিশ

0015সিলেটপোস্ট ডেস্ক ॥   ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের পর আতঙ্ক জেঁকে বসেছে সিলেটের প্রগতিশীল লেখক, সংস্কৃতিকর্মী ও ব্লগারদের মধ্যে। এ অবস্থায় প্রগতিশীল এবং মুক্তমনা লেখক ও সংস্কৃতিকর্মীরা পুলিশ প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তা দাবি করেছেন। তবে পুলিশ বলছে ‘হিটলিস্টে’ থাকা ৮৪ জনের কারোরই পূর্ণাঙ্গ ঠিকানা বা পরিচয় না থাকায় এ ব্যাপারে তারা কিছুই করতে পারছে না।

আর এসব জঙ্গি তত্পরতা রুখতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। এদিকে ড. মুহম্মদ জাফর ইকবাল সকালের খবরকে বলেন, জঙ্গিগোষ্ঠীর হিটলিস্টে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা উচিত সরকারের।

গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবসিক এলাকায় নিজ বাসা থেকে মাত্র দেড়শ’ গজ দূরে মুখোশধারী চার দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে খুন হন ব্লগার, বিজ্ঞান লেখক ও ব্যাংক কর্মকর্তা অনন্ত বিজয় দাস। এ ঘটনার পরপরই ফের আলোচনায় আসে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে জঙ্গিদের প্রকাশিত ‘হিটলিস্ট’।

‘হিটলিস্টে’ নাম থাকা ৮৪ জনের একজন নিহত অনন্ত বিজয় দাস-এ বিষয়টিও জানত না পুলিশ। এই হত্যাকাণ্ডের পর অজানা আতঙ্কে রয়েছেন সিলেটের মুক্তমনা প্রগতিশীল লেখক, সংস্কৃতিকর্মী ও ব্লগাররা।

এ ব্যাপারে সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোটের মুখপাত্র রজতকান্তি গুপ্ত বলেন, আমরা যারা মুক্তবুদ্ধির ও মুক্তচিন্তার চর্চা করি তারা আজ নিরাপত্তাহীন। আমাদের পরিবার-পরিজন উত্কণ্ঠিত।  স্ত্রী-সন্তানও আতঙ্কে রয়েছেন।

জঙ্গিদের ‘হিটলিস্টে’ যাদের নাম রয়েছে, তাদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব সরকারের। অন্যথায় জঙ্গিগোষ্ঠীর অপতত্পরতার কারণে মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার মানুষ হারিয়ে যাবে। তবে আমাদের যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলব, মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার নাটক নিয়ে আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

এদিকে অনন্ত বিজয় দাস হত্যার দু’দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত কিংবা চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ কারণেই আতঙ্কের মাত্রা বাড়ছে দিন দিন। সব হত্যাকাণ্ডের প্রতিবাদ, জঙ্গিদের চিহ্নিত ও নির্মূলের দাবিতে আজ বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ আহ্বান করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট।

এ ব্যাপারে গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু বলেন, সংহতি সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের সংগঠন ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

চলতি বছর মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত্ রায় ও ব্লগার ওয়াশিকুর বাবুর পর একই কায়দায় খুন হলেন ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাস। হত্যাকাণ্ডের পরপরই টুইট বার্তায় আনসার বাংলা-৮ নামে একটি আইডি থেকে হত্যার দায় স্বীকার করে উল্লেখ করা হয়, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ধারাবাহিক এসব হত্যা ও দায় স্বীকার বার্তায় শঙ্কিত প্রগতিশীল ও মুক্তমনা লেখকরা। জীবনের নিরাপত্তায় তারা চাইছেন পুলিশের সহায়তা।

এ বিষয়ে জনপ্রিয় লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল এ প্রতিবেদককে বলেন, বিভিন্ন মাধ্যমে জঙ্গিগোষ্ঠীর হিটলিস্টের খবর পাওয়া গেছে। সরকারের উচিত এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, প্রত্যেকের স্বাভাবিক মৃত্যুর অধিকার রয়েছে। যারা মুক্তবুদ্ধি কিংবা মুক্তচিন্তার চর্চা করছেন তাদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

এদিকে জঙ্গিগোষ্ঠীর এ ধরনের নৃশংসতা রুখতে দেশের প্রচলিত আইন যথেষ্ট উল্লেখ করলে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফএম রুহুল আনাম চৌধুরী মিন্টু বলেন, জঙ্গিগোষ্ঠীর এ তত্পরতা রুখতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার মানুষ হত্যাকারীদের আলাদা ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলে জঙ্গি তত্পরতা অনেকটা কমে আসবে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমতউল্লাহ বলেন, অনন্ত বিজয় দাস হত্যার পর দু’দিন পেরিয়ে গেছে। অপরাধীদের আটক করতে জোর তত্পরতা অব্যাহত আছে। ব্লগার ও লেখকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, ‘হিটলিস্ট’-এ উল্লিখিত ৮৪ জনের কারোই পূর্ণাঙ্গ পরিচয় না থাকায় তারা বিপাকে পড়েছেন। তবে কেউ নিরাপত্তা চাইলে পুলিশের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানান তিনি।

সকালের খবর

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.