প্রেস বিজ্ঞপ্তি:সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের উদ্যোগে বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় হত্যার প্রতিবাদে আগামী রোববার বিকাল ৫টায় সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের এক সভা অদ্য ১৫-০৫-২০১৫ইংরেজী তারিখ, রাত ৮টায় আম্বরখানাস্থ বড়বাজার “ফয়জুরবাগ”-এ অনুষ্ঠিত হয়। জাসদ সিলেট জেলার সভাপতি আলহাজ্ব কলন্দর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপিত ব্যারিস্টার মোঃ আরশ আলী, ন্যাপ সিলেট জেলা সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, সিলেটের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, মহানগর ন্যাপ সভাপতি ইছহাক আলী, সহ-সভাপতি কোরেশ আহমদ, গণফোরাম মহানগর সভাপতি এডভোকেট আনসার খান, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, গণফোরম সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নিলেন্দু দেব, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সিলেট জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিলেট জেলা জাসদ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া, বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলা নেতা এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, জাসদ নেতা আলাউদ্দিন আহমদ মুক্তা, জাসদ নেতা সোলেমান আহমদ, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, বাসদ সিলেট জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন প্রমূখ। সভায় বক্তারা, বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী করেন।ৃবক্তারা, মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে অংশ গ্রহণ করার জন্য সিলেটের সকল প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক, ছাত্র-শ্রমিক সংগঠনের সর্বস্থরের নেতৃ-কর্মী সহ সচেতন সিলেটবাসীর প্রতি আহবান জানান।
অনন্ত বিজয় হত্যার প্রতিবাদে রোববার মানববন্ধন সফল করুন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৬, ২০১৫ | ২:৫৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »