সিলেটপোস্টরিপোর্ট:আজ পালিত হবে পবিত্র শবে-মেরাজ। এই দিনে ইসলাম ধর্মের প্রাণ পুরুষ তাজেদারে মদীনা, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (স.) মধ্যরাতে আল্লাহ কর্তৃক প্রেরণকৃত পবিত্র বোরাকে চড়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরশ্ মোয়াল্লায় মিলিত হন।
মহান আল্লাহ রাব্বুল আল্লামিনের সাথে আখেরী নবী রহমাতুল্লিল আল্লামিনের এই সাক্ষাতের দিনটিকে পবিত্র কোরআনে পবিত্র শবে-মেরাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই দিনটি সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এই মহিমান্বিত রজনীতে সকল ধর্মপ্রান মুসলিমরা নফল নামাজ ও ইবাদত-বন্দেগি, জিকির আজগার করে মহান আল্লাহ ও তার প্রিয় হাবিব রাসূল (স:) কে খুশি করার জন্য। সেই সাথে তারা দুনিয়াবী সকল সমস্যা থেকে মুক্তি ও আখেরাতের পথ সুগমকরার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চান।
উল্লেখ্য জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা থেকে চাঁদ দেখা সাপেক্ষে শনিবার দেশব্যাপি পবিত্র শবে-মেরাজ পালনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়। সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রণালয় সূত্রে জানা যায়