সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

জেনে নিন, বিয়ের আগে যে কাজগুলো করা দরকার

jpgসিলেটপোস্টরিপোর্ট: বিয়ে মানে আপনার একাকীত্ব জীবনের উচ্ছলতার অবসান এবং সাংসারিক দায়িত্ব ও কর্তব্যভরা জীবনে প্রবেশ। জীবনসঙ্গী তো আছেই, সাথে শ্বশুরবাড়ি, অনেক নতুন সম্পর্ক, সন্তান ইত্যাদি সব মিলিয়ে একাকীত্ব জীবনের সম্পূর্ণ বিপরীত আর অনেক বেশি সিরিয়াস হয়ে যায় জীবনটা বিয়ের পরে। বিয়ে করতে চলেছেন? তাহলে অবশ্যই এই ১৭টি কাজ একবার হলেও করে ফেলুন। বিয়ের পর আর সুযোগ নাও মিলতে পারে!

 

১. নিজের যাবতীয় ছোট ছোট শখ পূরণ করে ফেলুন। কে জানে বিয়ের পর জীবন কেমন হবে।

 

২. বন্ধু-বান্ধবীদের সাথে দূরে কোথাও একা একা বেরিয়ে আসুন। বিশেষ করে আপনি মেয়ে হয়ে থাকলে তো অবশ্যই। বিয়ের পর অনেক বছর আর এসব হয়ে উঠবে না।

 

৩. নিজের লেখাপড়া অবশ্যই শেষ করুন। কিংবা এমন ব্যবস্থা করুন যেন বিয়ের পর ও লেখাপড়া ঠিক থাকে।

 

৪. টুকটাক রান্নাও শিখে ফেলুন, দারুণ কাজে আসবে।

 

৫. পুরনো যত প্রেমের সম্পর্ক ছিল, সবগুলোর পালা এমনভাবে চুকিয়ে ফেলুন যেন ভবিষ্যতে আর ঝামেলা না হয়।

 

৬. নিজের স্বপ্নের চাকরি বা কাজটি অবশ্যই খুঁজে নিন।

 

৭. ছোট বিষয়ে উত্তেজিত না হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখে ফেলুন।

 

৮.অতীতের ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে একজন নতুন মানুষ হয়ে উঠুন।

 

৯. পরিবারের সাথে প্রচুর সময় কাটান। বিশেষ করে আপনি মেয়ে হয়ে থাকলে। এই দিন কিন্তু আর ফিরে আসবে না না।

 

১০.নিজের বন্ধুত্বগুলোকে যাচাই করে নিন। আপনার নতুন জীবনে স্থান পাওয়ার যোগ্য কারা সেটা বুঝে নেওয়া জরুরি।

 

১১. আপনাকে আনন্দ নেয়, এমন সব জিনিসের মাঝে নিজেকে রাখুন।

 

১২. সোল মেট খোঁজার ফ্যান্টাসি নিয়ে ভাবা একদম বাদ দিন। যাকে পেয়েছেন, তাঁকে নিয়েই ভালো থাকা শিখে নিন।

 

১৩. শারীরিক ও মানসিক ব্যায়ামের একটা রুটিন তৈরি করে কাজে নেমে পড়ুন। বিয়ের পর মুটিয়ে যাওয়া ঠেকাবে।

 

১৪. বিয়ের পর হুট করেই জীবনটা প্রচণ্ড ব্যস্ত হয়ে উঠবে। তাই এখনই ভবিষ্যতের প্ল্যান করে ফেলুন।

 

 

১৫. নিজের স্বাধীন জীবনের প্রতিটি বিন্দু উপভোগ করুন, অযথা সময় নষ্ট করবেন না।

 

১৬. ‘ড্রিম ওয়েডিং’ নিয়ে অযথা অস্থির না হয়ে জীবন সঙ্গীর সাথে চুটিয়ে প্রেম করে নিন।

 

১৭. জীবনসঙ্গীর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.