সিলেটপোস্টরিপোর্ট:চট্টগ্রামে চাঁদার জন্য এক হকারকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে রাজু নামের এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। ছাত্রলীগের ওই কর্মী আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে দাবি করেছে হকার্স সমিতির নেতারা।বুধবার বিকেল ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, নিউ মার্কেট মোড়ে মঞ্জু নামে এক হকারের কাছে চাঁদা দাবি করে রাজু। চাঁদা দিতে না চাইলে রাজুসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী তার উপর হামলা চালায়। খবর পেয়ে অন্য হকাররা মঞ্জুকে উদ্ধারে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে উল্লেখ করে জসীম বলেন, অবিলম্বে রাজুকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে হকাররা আন্দোলনে যেতে বাধ্য হবে।এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি জানান আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
চাঁদার জন্য হকার পিটিয়েছে ছাত্রলীগ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৮, ২০১৫ | ১২:৩৭ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »