শেখ মোঃ লুৎফুর রহমান: বর্ষা আসতে এখনো বাকি দুই দিন । তবুও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত দুই দিনের টানা বৃষ্টিতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে সুরমা ও কুশিযারা নদীর পানি । কয়েক দিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট,জৈন্তাপুর,কানাইঘাট’র কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে জলমগ্ন হয়ে পড়েছে অনেক গ্রাম। ডুবে গেছে সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়কের কয়েকটি অংশ। তাই এ সড়কের সালুটিকর-গোয়াইনঘাট অংশে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।সিলেটের কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায়, সদর,দক্ষিণ সুরমা,গোলাপগঞ্জ,বিয়ানীবাজার,জকিগঞ্জ,কানাইঘাট,গোয়াইনঘাট,জৈন্তাপুর,কোম্পানীগঞ্জ,বিশ্বনাথ,বালাগঞ্জ,ফেঞ্চুগঞ্জ উপজেলা এসকল উপজেলার নদীর তীরবর্তি ও হাওর সংলগ্ন গ্রামগুলোতে দেখা দিয়েছে বন্যা । আবার অনেক উপজেলায় বন্যার কারণে যোগাযোগ বিছিন্নসহ পানিবন্দি রয়েছেন কয়েক শ মানুষ । তলিয়ে গেছে বহু গ্রামীণ সড়ক। এছাড়া জাফলং পাথর কোয়ারিতে পাথর উত্তোলন ব্যাহত হচ্ছে। অনেক পাথর ভাঙ্গার মেশিনও বন্যার কারণে বন্ধ। সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অবস্থা এমনিতেই খারাপ। তার উপর ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে এ গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা আরো খারাপ হয়েছে। তবে বৃষ্টি কমে যাওয়ায় পানি কমতে শুরু করেছে বিভিন্ন উপজেলায় । এদিকে,বুধবার ও বৃহস্পতিবার টানা বৃষ্টি হওয়ায় নগরীর অন্তত ৫০ এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অফিসের তথ্য মতে ,ঐ দুই দিনে সিলেটে ২৭ ঘন্টায় ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী আরো কয়েকে ঘন্টা সিলেটে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে বলে ধারণা করছে সিলেট আবহাওয়া অফিস। গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন .সিলেটপোস্টকে জানান, গোয়াইনঘাটের কিছু কিছু এলাকায় পানি বৃদ্ধির খবর পেয়ে সাথে সাথে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ করা হয়েছে। এবং উপজেলার প্রত্যকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বন্যা পরিস্থিতি প্রাথমিক ভাবে মোকাবেলা করে দ্রুত রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট ত্রাণ ও পূনঃ বাসন অফিস সূত্রে জানা যায়,সিলেটের যে সকল এলাকা বন্যা কবলিত হয়েছে সে সকল এলাকায় বন্যার্তদের সাহার্যের জন্য উপজেলা প্রশাসন কাজ করছে । এবং বন্যার্তদের রক্ষার্থে সকল ধরণের প্রস্তুতি রয়েছে প্রত্যেকটি উপজেলায়
সুরমা ও কুশিযারা নদির পানি বৃদ্ধি : নিম্নাঞ্চল প্লাবিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১২, ২০১৫ | ৭:২৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »