রুমন ব্যানার্জী, অতিথি লেখক : বিপজ্জনক লক্ষণ চিহ্নিতকরণ পূর্বক পরিচ্ছন্ন প্রসব নিশ্চিত করণ ও প্রসবকালে কোন জটিলতা দেখা দিলে সে সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সক্ষম এমন দক্ষ ও জ্ঞান সম্পন্ন সেবাদানকারীর পরিচালনায় যে প্রসব সম্পন্ন হয় তাকেই নিরাপদ প্রসব সেবা বলা হয়। নিরাপদ প্রসব সেবার লক্ষ্য হচ্ছে মা ও নবজাতকের অসুস্থতা ও মৃত্যুহার কমিয়ে আনা।
নিরাপদ প্রসব সেবার প্রধান উদ্দেশ্য হলো, নিরাপদ প্রসচব পরিচালনা, প্রসবকালীন জটিলতাসমূহ চিহ্নিতকরণ, প্রয়োজনে রেফারেল সেবা নিশ্চিত করা, মায়ের সেবা প্রদান, নবজাত শিশুর সেবা প্রদান।
প্রসবের তিনটি পর্যায়ের পর্যায়ক্রমিক পরামর্শ হলো, প্রথম পর্যায়ে- মা ও তার পরিবারকে আশ্বস্ত করতে হবে। মাকে তরল খাবার খেতে উদ্ভূদ্ধ করতে হবে। মাকে আশ্বাস দিতে হবে যে প্রসব একটি স্বাভাবিক প্রক্রিয়া, এতে ভয় পাবার কিছু নেই। তার আত্মীয় কেই যদি মার সাথে থাকতে ইচ্ছুক হয় তাকে অনুমতি দিতে হবে। দ্বিতীয় পর্যায়- প্রসূতি মা যে পজিশনে প্রসব করতে ইচ্ছুক তাকে সেই পজিশনে প্রসব করাতে সাহায্য করতে হবে। মাকে বলতে হবে এখন সন্তান বের হবার সময় এ সময়ে যথাযথভাবে চাপ না দিলে প্রসব দীর্ঘায়িত হবে। তৃতীয় পর্যায়- গর্ভফুল প্রসব হয় সন্তান প্রসবের ৩০ মিনিটের মধ্যে। তৃতীয় পর্যায় সমাপ্ত হলে মাকে উৎসাহিত করতে হবে স্বাভাবিক খাবার খেতে, গরম কিছু খেতে যাতে সে শক্তি সঞ্চয় করতে পারে। তৃতীয় পর্যায় সমাপ্ত হলে মাকে প্রথম ভিটামিন- এ ক্যাপসুল খেতে উৎসাহিত করতে হবে। মা প্রসবের তৃতীয় দিন সেবা নিতে আসতে বলতে হবে। শিশুকে প্রথম টিকা দিবে ৬ সপ্তাহ বয়সে। জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা নিবে ৬ সপ্তাহ পরে। শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো সম্পর্কে জানাতে হবে। শিশুর কি কি সমস্যা হলে হাসপাতালে আসতে হবে এবং সেই সঙ্গে মা কি কি সমস্যার সম্মুখিন হলে স্বাস্থ্য কেন্দ্রে আসবে সে পরামর্শ দিতে হবে।
সূত্র : এনএইচএসডিপি