নিজস্ব প্রতিবেদক, সিলেটপোস্ট: স্বাস্থ্যসেবাখাতে একসাথে কাজ করার লক্ষ্যে অনলাইন নিউজ পোর্টাল সিলেটপোস্ট২৪ডটকম ও সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিক প্রকল্পের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপশহরস্থ সীমান্তিকের সঞ্চিতা ট্রেনিং সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিশু ও মাতৃস্বাস্থ্যসেবাসহ সীমান্তিকের অন্যান্য প্রকল্পের সাথে এক সাথে কাজ করার বিষয়ও আলোচনা হয়। এছাড়া দেশের মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধে মায়ের ব্যাংক, ৩ দিনের পাহারা বিষয়ক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সীমান্তিকের মহাসচিব মো. আবদুল কুদ্দুস, সেক্রেটারি জেনারেল নুরুল আমিন চৌধুরী, নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান, দৈনিক সকালের খবর’র সিলেট ব্যুরো প্রধান দিপু সিদ্দিকী, সীমান্তিকের ডিরেক্টর (ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং) পারভেজ আলম, প্রকল্প পরিচালক আবদুর রহিম, সিলেটপোস্ট২৪ডটকম’র নির্বাহী সম্পাদক শেখ লুত্ফুর রহমান, রিপোর্টার সলমান আহমদ চৌধুরী, মিলাদ আহমদ চৌধুরী, সূর্যের হাসি ক্লিনিকের বালাগঞ্জের ম্যানেজার ফজলু মিয়া, জকিগঞ্জের মো. আব্বাস উদ্দিন, গোলাপগঞ্জের আবুল হাসানাত জুয়েল, কানাইঘাটের হেলাল আহমদ, জৈন্তাপুরের মো. তাজ উদ্দিন, বিয়ানীবাজারের পলাশ বনিক, দক্ষিণ সুরমার ফয়ছল আহমদ, ফেঞ্চুগঞ্জের মো. সাইফুল ইসলাম, কোম্পানীগঞ্জের মো. নুরুল হক, বিশ্বনাথের মাছুম আহমদ প্রমুখ।