সিলেট পোস্ট রিপোর্ট: ভারতীয় ক্রিকেট লেজেন্ড শচীন টেন্ডুলকারকে প্রদত্ত দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারত রত্ন’ কেড়ে নেওয়ার একটি আবেদন গ্রহণ করেছে মধ্যপ্রদেশ হাই কোর্ট। ‘ভারত রত্ন’ শচীনকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছে। আর তা ব্যবহার করে বিজ্ঞাপনে অংশ নেওয়ার মাধ্যমে শচীনের বিরুদ্ধে অর্থ আয়ের অভিযোগ তোলা হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই এই ক্রিকেট আইকনের উক্ত সম্মাননা বাতিল করার আবেদন করা হলে আদালত তা গ্রহণ করে। খবর পিটিআই’র
‘ভারত রত্ন’ বিজয়ীরা কিভাবে তা ব্যবহার করে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশনা আছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি এ এম খানউইলকার ও বিচারপতি কে কে ত্রিবেদী নিয়ে গঠিত একটি বেঞ্চ।
উল্লেখ্য, ভোপালের ভি কে নশোয়াহ নামে এক বাসিন্দা শচীনের ‘ভারত রত্ন’ সম্মাননা কেড়ে নেওয়ার ওই আবেদনটি করেন।