সিলেট পোস্ট রিপোর্ট : তরুণদের সংগঠন ইগ্নেয়াস ওয়ারিওর এর আয়োজনে হয়ে গেল ভিন্নধর্মী এক ইফতার মাহফিল। তরুণদের সংগঠন ইগ্নেয়াস ওয়ারিওর এর আয়োজনে গত ০৫ জুলাই জিন্দাবাজারস্ত ফুড লাউঞ্জে রেস্টুরেন্ট এর সহায়তায় অনুষ্ঠিত হয় ভিন্নধর্মী এক ইফতার মাহফিলের । ইগ্নেয়াস ওয়ারিওর এর সদস্যদের সাথে ইফতার করেছে ৩০ জন বঞ্ছিত শিশুরা। ভিন্নধর্মী ইফতার মাহফিল হওয়ার কারন হল সিলেট এর প্রথম কোন সংগঠন এভাবে পথ শিশুদেরকে অভিজাত রেস্টুরেন্টএ ইফতার করার সুযোগ করে দিয়েছে। উক্ত মাহফিলে প্রতিটি শিশুর মুখে ছিল আনন্দের ছাপ। সংগঠনের প্রতিটি সদস্যরা নিজের পরিবারের মতো আপন করে নিয়েছে তাদেরকে এবং সবাই একই টেবিলে একসাথে বসে ইফতার করে। ইগ্নেয়াস ওয়ারিওর এর ফাউন্ডার ও চেয়ারম্যান রায়হান ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়।
ইফতার মাহফিলে সিলেটের গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল অবঃ মোঃ জুবায়ের সিদ্দিক ও সংগঠনটির উপদেষ্টা বৃন্দ সহ অনেকে। ইফতার মাহফিলে উপস্থিত হয়ে সফলভাবে সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান সংগঠনের ফাউন্ডার ও চেয়ারম্যান রায়হান ইসলাম, কো-ফাউন্ডার ও ভাইস-চেয়ারম্যান আনিক নুর, এডমিন কাজী তাসনিমা আক্তার আনিকা , এডমিন আনুপ ওঝা দ্বিপ, এডমিন মুমিনুল আহাদ সাকিব, এডমিন পান্না রাহমান এবং এডভাইসার বাদল চৌধুরী। যাদের অক্লান্ত পরিশ্রমে ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয় তাঁরা হলেন সাহিদুল আলম শাহী, নাইম ফারাবি অনি, নুরান্না আক্তার পুতুল, হুররে জান্নাত রোজি, তানভির আহমেদ , আনিক, রাতুল, রিদিকা, আকাশ,আপন,আরমান,তানভির,জাহেদ,বন্যা, হ্যাপি সহ সকল সদস্যবৃন্দ। ইফতার মাহফিলে অংশগ্রহন ও সহযোগীতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সমিতির ফাউন্ডার ও চেয়ারম্যান রায়হান ইসলাম এবং অনুষ্ঠানের আহ্বায়ক কাজী তাসনিমা আক্তার আনিকা।