সিলেটপোস্ট ২৪ ডটকম : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্যাম্পাসে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, মেয়েদের যৌন হয়রানি ও সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকাসহ সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার ও নির্যাতনের অভিযোগ এনেছে একই সংগঠনের অন্য নেতাকর্মীরা। প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীর স্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগ করেন তারা।
মঙ্গলবার টিএসটির সাংবাদিক সমিতির কার্যালয়ে সকাল ১১টার দিকে বাকৃবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার তায়েফুর রহমান রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ আনেন নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, নামধারী ছাত্রলীগের ক্যাডারের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ। নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজিসহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিরও অভিযোগ করেন তারা। এছাড়াও ছাত্রলীগ নামধারী গুটি কয়েক অনুপ্রবেশকারী ক্যাডারের সন্ত্রাসী কার্যকলাপের কারণে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে দফায় দফায় বন্ধ থাকার ফলে বিশ্ববিদ্যালয় ছয় মাসের সেশনজটের অভিযোগ তোলেন।
সেশনজট মুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের জন্য এটি কলঙ্কজনক বলে লিখিত আভিযোগে বলা হয়। এছাড়া বাকৃবি ছাত্রলীগ ক্যাম্পাসে কারও ব্যক্তিগত অপরাজনীতির দ্বায়ভার নেবেন না বলে জানান তারা।
এ বিষয়ে সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকার ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করে কিছু বিশৃঙ্খল নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছে। আমি কেন্দ্রীয় কমিটির সম্মেলনে ঢাকা অবস্থান করছি। কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ অপপ্রচারমূলক সব ঘটনা জানে। তাদের সঙ্গে আলোচনা করে বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।