সিলেটপোস্ট রিপোর্ট: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী গ্রামের ছিদ্দিক শেখের ছেলে হাফিজুর শেখ নিজ গ্রামের মূর্তমান আতঙ্কে পরিণত হয়েছে। বিভিন্ন কায়দায় জালিয়াতির ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে গ্রামের সাধারণ মানুষের থেকে। হাফিজুরের জালিয়াতির হাত থেকে বাঁচতে চায় এলাকাবাসী। গত ০৫জুলাই পশারগাতি মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক অভিযোগপত্রে উলে¬খ করা হয়েছে হাফিজুরের জালিয়াতির বিভিন্ন কৌশলের কথা।
অভিযোগপত্র ও সরেজমিন অনুসন্ধানে জানাযায় এলাকার মসজিদ মাদ্রাসার নামে সরকারী অনুদান তুলে তা আত্মসাৎ করা, বেকার যুবকদেরকে চাকুরী দেওয়া ও বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করা,অসহায়দের ভাতা প্রদানের আশ্বাস দিয়ে টাকা আত্মসাৎ, যুবক ছেলেদের ছাত্র শিবিরে ভর্তি করাসহ অসংখ্য অপরাধের সাথে জড়িত এই হাফিজুর শেখ। হাফিজুরের জালিয়াতি থেকে বাঁচতে প্রশাসনের আশু এবং কার্যকারী হস্তক্ষেপ কামনা করছে এলাকার সচেতন মহল। মসজিদ কমিটির অভিযোগ সুত্রে আরো জানা যায়, হাফিজুর উপজেলার পশারগাতী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরের ঘাটলা নির্মাণের জন্য ভূয়া কমিটি সাজিয়ে জেলা পরিষদ থেকে ২০১৪-১৫ অর্থ বৎসরের এডিপির সাধারান খাদের ২ লক্ষ টাকা পাশ করিয়ে প্রথম কিস্তিতে ৪০ হাজার টাকা উত্তোলন করে, নিজের পাড়ির পুকুরের ঘাটলা নির্মানের জন্য, খুয়া, রড ও সিমেন্ট এনে রাখে।
এলাকাবাসীর দাবী, হাফিজুর রহমান শেখ রাষ্ট্রেীয় নিষিদ্ধ কোন সংগঠনের সদস্য বলে অভিযোগ পত্রে উলে¬খ করেছে। মসজিদ কমিটিসহ এলাকাবাসীর দাবী, বরাদ্দকৃত ২ লক্ষ টাকা মসজিদ কমিটির কাছে হস্তান্তর করবে এবং প্রতারক হাফিজুর রহমানের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আসু হস্তক্ষেপ কামোনা করছে।