সিলেটপোস্টরিপোর্ট:শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি শরীফ মটরস-এর মালিক ওমর শরীফ ও সহযোগী মিন্টু খানকে থানা হেফাজতে নেয়া হয়েছে।রোববার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে খুলনা সদর থানা পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়।গণপিটুনির শিকার এ দুই আসামি সোমবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোস্তাক আহম্মেদ চিকিৎসকের ছাড়পত্রের পর তাদের থানা হেফাজতে নেন। সোমবার তাদের আদালতে নেয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন