সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

ইতালিয়ান নাগরিক তাবেলা হত্যাকাণ্ড পরিকল্পিত’

bnসিলেটপোস্টরিপোর্ট:ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারেকে হত্যার ঘটনায় সহকর্মী হেলেন ভেনডার পুলিশ বরাবর লিখিত যে অভিযোগ করেছেন তাতে হত্যার ব্যাপারে কিছু লেখা না থাকলেও মামলার এজাহারে পরিকল্পিত হত্যার কথা বলা হয়েছে। পুলিশের দাবি, হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই দাবি করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে তাবেলা সিজারে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলের পাশে আগে থেকেই মোটরসাইকেলে একজন যুবক বসে ছিলেন। কিছুক্ষণ পর আরো দুই যুবক দৌড়ে আসেন। ওই দুজন মোটর সাইকেলে চড়তেই একজন তাবেলাকে লক্ষ করে গুলি করেন। তিন রাউন্ড গুলি করে মোটর সাইকেলে চড়ে সৌদি দূতাবাসের দিকের রাস্তা দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। তাবেলাকে উদ্ধার করে গুলশান ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই হাসপাতালে ছুটে যান ভারপ্রাপ্ত আইজিপি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা। পাশাপাশি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। নিহত ইতালিয়ান নাগরিক নেদারল্যান্ডস ভিত্তিক আইসিসিও নামের একটি এনজিওতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি এ বছরের মে মাস থেকে ঢাকার গুলশানে একা বাস করতেন। পাশাপাশি তিনি গুলশানে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের সুইমিং শিক্ষক হিসেবেও কাজ করতেন বলে জানা গেছে। এদিকে সোমবার রাতেই হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তা অস্বীকার করে বলেছেন, দেশে কোনো আইএস জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। তিনি আরো বলেন, ইতালিয়ান নাগরিককে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী গুলি করে হত্যা করেছে। তাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, তাদের গ্রেফতার করা হবে। ইতালিয়ান নাগরিকের লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই সাব্বির রহমান। এরপর লাশ কখন কোথায় কিভাবে কার কাছে হস্তান্তর করা হবে তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.