সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «  

রংপুর জাপানের নাগরিককে হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য ৫ জন আটক

japanসিলেটপোস্টরিপোর্ট:রংপুর নগরীর মাহীগঞ্জে প্রকাশ্য দুর্বৃত্তরা গুলি চালিয়ে জাপানের নাগরিক হোসি কনিও কে হত্যা করেছে। দুর্বৃত্তদের ছোঁড়া তিনটি গুলি লাগে হোসি কনিওর শরীরে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত কনিও যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাসার মালিক গোলাম জাকারিয়া, তার ছেলে হীরা, নিহতের সহযোগী হুমায়ুন কবীর হীরা, রিকশাচালক মুন্নাফ ও যে বাড়ির সামনে হামলা করা হয়, সে বাড়ির ছেলে মুরাদকে আটক করেছে। এলাকাবাসী জানান, এক বছরের ভিসা নিয়ে জাপানের নাগরিক হোসি কনিও রংপুরে এসেছিলেন। গত ছয় মাস ধরে তিনি রংপুরের মাহীগঞ্জের আলুটারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করে আসছিলেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর মুন্সীপাড়ার ৩১ নম্বর ভাড়া বাসা থেকে রিকশাযোগে মাহীগঞ্জ যাওয়ার সময় আলুটারীতে কয়েকজন দুর্বৃত্ত তাকে কাছ থেকে গুলি করে। এ সময় তার বুকে, পাজরে ও হাতে তিনটি গুলি লাগে। দৃর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো অস্ত্র দিয়ে তার হাতের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন রাইজিংবিডিকে জানান, জাপানের নাগরিককে হত্যার মূল হোতাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে এবং এরমধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।নিহত করিওর সহযোগী হুমায়ন কবির হীরা বলেন, ‘নিহত হোসি কনিও রংপুরে ঘাসের বীজ, আলুর ও শিম বীজ নিয়ে নিজস্ব কৃষি প্রকল্পের কাজ করতেন। তিনি আমাকে ছাড়া এখানে অন্য কাউকে তেমন চিনতেন না।’এখানে কারো সঙ্গে তার শত্রুতা বা বিরোধের কারণ নেই বলে তিনি মনে করেন।রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. সরওয়ার হোসেন জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটা পেশাদার খুনীর কাজ।পুলিশের ডিআইজি হুমায়ন কবির ও রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.