সিলেটপোস্টরিপোর্ট:বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রংপুরে এক জাপানি নাগরিকের নিহত হওয়ার ঘটনা ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত আইএসের সংশ্লিষ্টতার কথা ওই নির্দেশনায় উল্লেখ করা হয়।জাপানি ভাষায় দেওয়া নির্দেশনার বিষয়টি জানতে চাইলে জাপানের দূতাবাসের মুখপাত্র তাকেশি মাতসুনাগা তা ইংরেজিতে বলেন। বাংলায় তার অর্থ, ‘আমাদের নাগরিক হত্যা হওয়ার ঘটনা জানিয়ে দেওয়া আর সর্বোচ্চ সতর্কতা অনুসরণ করার জন্য আরো কিছু তথ্য যুক্ত করা হয়েছে।’ আইএসের জড়িত থাকার বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের আওতায় আছে এ বিষয়টি।’গতকাল শনিবার রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক হোশি কুনিও (৬৬)। এর আগে ২৮ সেপ্টেম্বর গুলশানে গুলিতে নিহত হন ইতালির নাগরিক চেসারে তাভেলা।