সিলেটপোস্টরিপোর্ট:রাজধানীর কল্যাণপুরে ঘুমন্ত অবস্থায় স্বামীর গাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে স্ত্রী। এরপর থেকে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।দগ্ধ স্বামীর নাম রাজা মোল্লা (৩৩)। তার স্ত্রীর নাম সেলিনা আক্তার।শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজা মোল্লার ভাই রাজীব মোল্লার অভিযোগ, রাজা ও সেলিনার প্রায় ১০ বছর বিয়ে হয়েছে। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হয়। গতকাল রাতে খাওয়ার সময় তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে সেলিনা ঘুমন্ত রাজার গায়ে গরম পানি ঢেলে দেন। এর পর থেকে সেলিনাকে পাওয়া যাচ্ছে না। সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ রাজাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন। রাজীব বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।
রাজধানীতে কল্যাণপুরে গরম পানি ঢেলে স্বামীকে পোড়ালেন স্ত্রী!
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২০, ২০১৫ | ১১:৩৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »