সিলেটপোস্ট রিপোর্ট : দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলাস্থ মনির আহমদ একাডেমী (প্রাঃ) ক্যাডেট কলেজে ২০১৬ইং শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকার্যক্রম শুরু করা উপলক্ষে শুক্রবার সকালে একাডেমীর হল রুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
একাডেমীর অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামাল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন একাডেমীর ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, পূবালী ব্যাংক চৌধুরীবাজার শাখার সহকারী ব্যবস্থাপক চৌধুরী ইশফাকুর রহমান কোরাইশী, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, বিশিষ্ট মুরব্বী এটিএম মাসুদ ওকিল, যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, ডাঃ জামিলুর রহমান আসলম, আব্দুল মছব্বির প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ বদরুজ্জামান। অনুষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষাক/শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র এলাকার কয়েকশ অভিভাবক উপস্থিত ছিলেন।
সিলেটপোস্ট২৪/ফয়ছল আহমদ/২০.১১.২০১৫