সিলেটপোস্টরিপোর্ট:দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের সুযোগ দিতে দাবি জানাবেন তার পরিবারের সদস্যরা। আজ শনিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হবে। শুক্রবার রাত পৌনে ১০ টায় মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর এতথ্য জানান।তিনি জানান, শুক্রবার আমরা বাবার সঙ্গে দেখা করার কোন আবেদন করিনি। যেহেতু বৃহস্পতিবার দেখা করে এসেছি। এখন কারগার থেকে ডাকলে আমরা দেখা করতে যাবো। তিনি বলেন, আমাদের আইনজীবীরা বাবার ইচ্ছার আলোকে তার সঙ্গে দেখা করতে আবেদন করেছিলেন। কিন্তু সেই সুযোগ দেয়া হয়নি। আজ সংবাদ সম্মেলনে আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো।প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে শনিবার বেলা ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুজাহিদের সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের সুযোগ চাইবে পরিবার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২১, ২০১৫ | ৯:০৬ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »