সিলেটপোস্ট ডেস্ক : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার বিষয় জানতে কারাগারে প্রবেশ করেছেন জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট।
শনিবার সকাল ১০টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন।
দণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে বিষয়ে জানতে চাইবেন তারা। যদি তারা আবেদন করেন তবে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেয়া হবে। আর যদি না করেন তবে ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হবে।
ইতোমধ্যে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চ প্রস্তুত করা থেকে শুরু করে দণ্ডপ্রাপ্তদের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে।
ফাঁসি কার্যকরের জন্য আবুল, হজরত, মাসুদ, ইকবাল, রাজু, শাহজাহান ও মুক্তার নামে সাতজন জল্লাদকেও প্রস্তুত রেখেছে কারা কর্তৃপক্ষ যারা ফাঁসির আগে-পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
সর্বশেষ ধাপ হিসাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টিই বাকি আছে।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২১.১১.২০১৫