সিলেটপোস্ট রিপোর্ট :ফরিদপুরের পতিতা পল্লীতে এক কিশোরীকে আটকে রেখে জোর পূর্বক দেহ ব্যবসা করানোর অভিযোগে মমতাজ বেগম নামের এক সর্দারনীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।মঙ্গলবার দুপুরে বিচারক বজলুর রহমান এই আদেশ দেন। একই সাথে ওই সর্দারনীকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন বিচারক। জরিমানার এই অর্থ ক্ষতিগ্রস্ত কিশোরীর পরিবারকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২ জানুয়ারি ফরিদপুর পতিতা পল্লী থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এর ৬ মাস আগে ভাল চাকুরির প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে পতিতা পল্লীতে বিক্রি করে দেয় একটি চক্র।এ ঘটনায় ২ জানুয়ারি ওই কিশোরীর মামা জামাল হোসেন বাদী হয়ে সর্দারনী মমতাজ বেগমকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মমতাজ কাঠগড়ায় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ওই কিশোরীর বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম দিঘা গ্রামে।
কিশোরীকে দেহ ব্যবসায় বাধ্য করায় সর্দারনীর যাবজ্জীবন দণ্ড
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৫, ২০১৫ | ৭:৩০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »