সিলেটপোস্ট রিপোর্ট :বরগুনা বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নিয়ে নাটকের অবসান হয়েছে। বুধবার বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাসকে মনোনয়ন দেয়া হলেও গভীর রাতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম গোলাম কবিরকে মনোনয়ন দেয়া হয়েছে।আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নপত্রটি বেতাগীতে পৌছেছে মনোনয়নপত্র জমাদানের সাড়ে ৩ঘন্টা আগে। বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন হেলিকপ্টারে বৃহস্পতিবার দেড়টার দিকে মনোনয়নপত্র নিয়ে বেতাগী আসেন। তিনি ইমপ্রেস এভিয়েশনের নীল, সাদা, কালো ও ছাই রংয়ের যাত্রীবাহী এস.এল-এ.এইচ.ডব্লিউ নম্বরের একটি হেলিকপ্টারে করে বেতাগী হাইস্কুল মাঠে অবতরণ করেন।মনোনয়ন প্রদানের প্রথম ধাপে বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাসকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিলো। এর প্রতিবাদে গতকাল বেতাগীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। পরবর্তীতে এবিএম গোলাম কবিরকে মনোনয়ন দেয়া হয়েছে। সাংসদ রিমন মনোনয়নপত্র নিয়ে হেলিকপ্টার যোগে বেতাগী হাইস্কুল মাঠে অবতরণ করে দলীয় নেতা কর্মীদের নিয়ে শোডাউনসহ উপজেলা চত্বরে সাংসদের অফিসে এসে মেয়র প্রার্থী এবিএম গোলাম কবিরের হাতে সভানেত্রী স্বাক্ষরিত মনোনয়ন পত্র তুলে দেন। সংসদ সদস্য হেলিকপ্টার যোগে অবতরণকে নির্বাচন আচরণ বিধি লঙ্গনের অভিযোগ করছেন প্রতিদ্বন্দ্বি অন্যান্য মেয়র প্রার্থীরা। এ বিষয়ে বেতাগী পৌরসভার রিটার্নিং অফিসার দুলাল তালুকদার বলেন, সাংসদ কিভাবে এসেছেন আমি দেখিনি। তবে অভিযোগ পেলে এটি আচরণ বিধি লংঘনের পর্যায়ে পড়েছে কি না খতিয়ে দেখা হবে।অপরদিকে বরগুনা পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও বিএনপি সমর্থিত প্রার্থী এস এম নজরুল ইসলামসহ কয়েকজন কাউন্সিলর প্রার্থী শো-ডাউনের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যা নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন বলে দাবি করেছেন অন্যান্য প্রার্থীরা।
হেলিকপ্টারযোগে বেতাগীতে আওয়ামীলীগ প্রাথীর মনোনয়ন জমা দিলেন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৪, ২০১৫ | ৭:৪৬ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »