সিলেটপোস্ট রিপোর্ট :রাজশাহী সদর আসনের এমপি, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।শনিবার দুপুরে মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।হুমকি দেওয়া ওই বার্তায় ফজলে হোসেন বাদশা ও তার দলের কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ঘটনায় রাকিন আবসার অর্ণব নামে ছাত্রমৈত্রীর এক কর্মী নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।অর্ণব জানান, দুপুর ১টা ৩১ মিনিটে মোবাইল ফোনে ০১৭২৩-৮০৯০৭১ নম্বর থেকে ম্যাসেজ পাঠানো হয়। তাতে বলা হয়, ‘বাদশা গ্যাং বি প্রিপার্ড।’এমপি ফজলে হোসেন বাদশা জানান, এমন বার্তা তার ও ওয়ার্কার্স পার্টির কর্মীদের জন্য হুমকি বলে তিনি মনে করেন।
ওয়ার্কার্স পার্টির নেতা বাদশাকে হত্যার হুমকি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৬, ২০১৫ | ১২:১১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »