সিলেটপোস্ট রিপোর্ট :নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে ৮ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার ভোরে উপজেলার পুরিন্দাবাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোরে ১৫/২০ জনের একটি ডাকাতদল উপজেলার পুরিন্দা বাজারে ডাকাতি করতে যায়। এ সময় টের পেয়ে স্থানীয় একজন মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি ঘোষণা করে। এরপর গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদের ঘেরাও করে আটজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৪ জন। আহত হয় আরও ৪ জন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের লাশ উদ্ধার করে এবং আহত চারজনকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার পর আরও তিনজন এবং দুপুরে বাক একজনও মারা যায়।আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরিন্দাবাজারের ওই ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।