সিলেটপোস্ট২৪রিপোর্ট :দোহা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকায় হঠাৎ আগুন ধরে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন বিমানের যাত্রীরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ দোহা থেকে বাংলাদেশে আসা ফ্লাইটটির পেছনের চাকায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি।বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মুর্শিদ জাহান গণমাধ্যমকে বলেন, দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের সময় চাকায় আগুন ধরে যায়। তবে এতে কেউ আহত হয়নি।