সিলেটপোস্ট২৪রিপোর্ট :জেলার হরিপুর উপজেলার বশালগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে শ্রী হেমন্ত (৩২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৪টায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায় নি।দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়ন সূত্র জানায়, কাঁটাতারের বেড়া কেটে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশি গরু ব্যবসায়ী শ্রী হেমন্ত (৩২) বিএসএফ’র গুলিতে নিহত হয়।৪২ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আখতার ইকবাল টেলিফোনে এ খবর নিশ্চিত করে কিছুক্ষণ আগে জানান, ভোর চারটায় সীমান্তের ৩৫১ নং পিলারের কাছে গরু চোরাচালানকারী হেমন্ত কাঁটাতারের বেড়া কেটে সীমান্তে ঢোকার চেষ্টা করলে বিএসএফ’র ভারতের উত্তর দিনাজপুর জেলার বড়গাঁও ক্যাম্পের এডহক টহল দল টের পেয়ে ৩ রাউন্ড গুলি করে। আর তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে আমরা বিএসএফ সূত্রে জানতে পেরেছি।তিনি জানান, ফ্লাগ মিটিং ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য তিনি এখন বশালগাঁও সীমান্ত অতিক্রম করছেন।লাশ ফেরৎ প্রশ্নে তিনি বলেন, সব ধরনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে লাশ ফেরৎ পেতে বুধবার পর্যন্ত সময় লাগতে পারে।
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২২, ২০১৫ | ৩:১০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »