সিলেটপোস্ট২৪রিপোর্ট :হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর লুবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী শবনম পারভীন।তার অবস্থা আশঙ্কা জনক।এবিষয়ে তার পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শবনম।পরবর্তিতে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তাকে আইসিইউতে চিকিৎসাধিন রাখা হয়েছে।তবে ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলতে পারবে না বলেও জানিয়েছে।