সিলেটপোষ্ট রিপোর্ট :ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ফাইনালে ওঠেছে সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি।
শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে স্লোভাক-রাশিয়ান জুটি আন্দ্রেজা ক্লিপেচ ও আল্লা কুদ্রিয়াভসেভাকে হারিয়ে ফাইনালে ওঠেন তারা।
সানিয়া-মার্টিনা এই স্লোভাক-রাশিয়ান জুটিকে ৬-৩, ৭-৫ সেটে হারিয়েছেন। ফাইনালে তারা মোকাবিলা করবেন আরেক সেমিফাইনালের বিজয়ী জুটিকে।
ইন্দো-সুইস জুটি সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস দাপুটেভাবেই শেষ করেছেন গত বছর।
এ বছরের শুরুতে এসেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। তাদের জয়ের ধারায় ভাটা পড়েনি । এই ধারায় ব্রিসবেনে জয় দিয়েই নতুন মৌসুমের শুভ সূচনা করলো এই জুটি ।
সানিয়া-মার্টিনা এখন বিশ্বের ১ নাম্বার জুটি। এই জুটি ২৫টি ম্যাচে ধারাবাহিকভাবে জয় লাভ করেছেন। গত মৌসুমে সানিয়া-মার্টিনা পাঁচটি শিরোপা জয় করেছিল। চলতি মৌসুমের এই জয়ে তারা দুজনেই আনন্দিত এবং আশাবাদী বলে এক প্রতিক্রিয়ায় জানান।