সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিতঃশর্ত মুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর মুক্তি এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ জাতীয় নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল সিলেট মহানগর কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ২৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি নগরীর মেন্দিবাগ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপশহরে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
২৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আখতার হোসেন বিরু এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিজান আহমদ এর পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- নান্নু আহমদ, রুবেল আহমদ, সাঈদ আহমদ সহ যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি