সিলেটপোস্ট ডেস্ক::নিজে সচেতন হলে গোটা এলাকা তথা সারাদেশে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে। অবহেলা আর দায়িত্বহীনতার কারণে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের দেওয়া নির্দিষ্ট ডাস্টবিনে আর্বজনা না ফেলে কান্ডজ্ঞানহীন কিছু মানুষ ময়লা আবর্জনা রাস্তার ধারে কিংবা বাড়ির পাশ^বর্তী খোলা স্থানে ফেলে দেয়। আর এতে তৈরি হয় সেঁতসেঁতে পরিবেশের।
দুর্গন্ধ আর ময়লা আবর্জনা থেকে বিভিন্ন ধরণের মশা মাছিঁর বিস্তার ঘটে। রোগ জীবানু এসব নোংড়া স্থান থেকেই ছড়ায়। সোমবার সকালে ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নিজ হাতে ময়লা আবর্জনা পরিস্কারের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।
ডউগঈ কমিটির সদস্য ও স্থানীয় সাধারণ মানুষদের সমন্নয় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের প্রজেক্ট ফিল্ড অফিসার আব্দুর রাকিব, ফিল্ড ইপিপিয়ার অফিসার মোয়াজ্জেম হোসেন, ২৬ নং ওয়ার্ড কমিউনিটি টিম লিডার মাহিদুল ইসলাম মোহন,কমিউনিটি ভলেন্টিয়ারবৃন্দসহ তরুণ সমাজসেবী আতিকুর রহমান মাহিন ।