সিলেটপোস্ট ডেস্ক::নৌকার পালে বাতাস লেগেছে।বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষ নৌকা ছাড়া কিছুই বোঝে না। দীর্ঘ ১০ বছর পর তারা নৌকা পেয়েছে কাজেই তারা নৌকায় ভোট দেবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।
তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্বনাথে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও গণসংযোগকালে এক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এই প্রতীক হচ্ছে বিশ্বনাথ-ওসমানীনগরের আপামর জনসাধারণের। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, বিভিন্ন সময়ে তিনি আমাকে দলের অনেক দায়িত্ব দিয়েছিলেন, জীবনের শেষ সময়ে নৌকা প্রতীক দিয়েছেন। আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দান করুন।
এসময় দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠে-ময়দানে কাজ করে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সদস্য নেহারুন নেছা।