সিলেটপোস্ট ডেস্ক::সিলেট ইলেক্ট্রটিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতির বক্তব্যে আব্দুস সালাম খান বলেছেন, সিলেটে ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন। ব্যবসা বানিজ্যে স্থবিরতাসহ বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে।
অর্থনৈতিক প্রতিকূল কাটিয়ে ব্যবসা বানিজ্যে সুদিন ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সিলেটে পর্যটন শিল্পের পাশাপাশি অন্যান্য খাতে দেশি-বিদেশি বিনিয়োগে এগিয়ে আসতে হবে। তিনি সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এই কথাগুলো বলেন।
শুক্রবার (২৭ডিসেম্বর) সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীপুরে বিকাল ৩টার সময় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন’র কবির আহমদ ও কামরুল হাসান এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নন্দ দুলাল, সাধারণ সম্পাদক জাকির হোসেন পারভেজ, সিলেট জেলার সাবেক সভাপতি জুবায়ের আহমদ খান, প্রতিষ্টাতা সদস্য ফারুক আহমদ, উপদেষ্টা নুরুল হক, আবুল কালাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির খসরু, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সংগঠনের অন্যতম নেতা রায়হান আহমদ, সোলেমান আহমদ, আলকাছ উল্লাহ, রাশেদ আহমদ, বাছির আহমদ, জাকির হোসেন, জামাল উদ্দিন, নাজিম আহমদ, আমীর উদ্দিন খান প্রমুখ।অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন শাহ কবির আহমদ।
সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর দুই যুগপূর্তি উপলক্ষে শুক্রবার বনভোজনেরও আয়োজন করা হয়। এর আগে দিনের শুরুতে সকাল ৯টার সময় সিলেট জেলার বিভিন্ন জায়গা থেকে সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন প্রায় ৫শতাধিক ব্যবসায়ী নগরীর জিন্দাবাজার থেকে জাফলংয়ের জিরো পয়েন্ট পিকনিক স্পটে ভ্রমন করেন ও সেখানে পবিত্র জুমা’র নামাজ আদায় করেন। অনুষ্টানে বিভিন্ন কোম্পানীকে ব্যবসা বানিজ্যে সহযোগিতার জন্য সম্মাননা প্রদান ও সংগঠনের সদস্যদের মেধাবি সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত হাফিজ আলাউদ্দিন আহমদ। সাধারন সভার পূর্বে ব্যবসায়ীরা শ্রীপুরে দুপুরের মধাহ্নভোজনে অংশ নেন।
ছবির ক্যাপশনঃ সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখছেন আব্দুস সালাম খাঁন।